• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

‘গণতন্ত্র যেন অপহৃত না হয়’ দ. কোরিয়া ইস্যুতে তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৫, ২০২৪, ১১:১৯ এএম
‘গণতন্ত্র যেন অপহৃত না হয়’ দ. কোরিয়া ইস্যুতে তারেক রহমান

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণ কোরিয়ার জনগণের প্রতি সংহতি জানিয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ সংহতি জানান।

তারেক রহমান লেখেন,  ‘দক্ষিণ কোরিয়ার সাহসী জনগণের প্রতি সংহতি জানাই যারা গণতন্ত্রের জন্য তাদের দৃঢ় অবস্থান অব্যাহত রেখেছেন। বাংলাদেশে আমরা দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে একটি দমনমূলক শাসন সহ্য করেছি। তাই আমরা গভীরভাবে বুঝি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে কতটা বেদনা, ধৈর্য এবং দৃঢ় সংকল্প প্রয়োজন।’

তিনি উল্লেখ করেন, ‘আমাদের উভয় জাতিই জানে, নির্বাচিত সরকারগুলো যখন গণতন্ত্রের ফাঁকগুলোর অপব্যবহার করে নিজেদের স্বার্থে কাজ করে তখন কী ধরনের বিপদ তৈরি হয়। তবুও বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রপ্রেমী জনগণের বিজয় একটি অদম্য সত্যের সাক্ষ্য দেয়।  কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বাধীন এবং দৃঢ়প্রতিজ্ঞ মানুষের ইচ্ছাশক্তি পরাজিত করতে পারে না।’

তিনি আরও লেখেন, ‘ভবিষ্যৎকে সুরক্ষিত করতে রাজনৈতিক নেতা এবং নাগরিক উভয়েরই সতর্ক থাকা জরুরি গণতন্ত্র যেন আর কখনো অপহৃত না হয়। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের জনগণের অধিকার রক্ষা করতে এবং ন্যায় ও স্বাধীন সমাজ নিশ্চিত করতে পারি। ন্যায়বিচার, স্বাধীনতা এবং টেকসই গণতন্ত্রের লক্ষ্যে আমরা একসঙ্গে চলতে পারি।’

এমটিআই

Wordbridge School
Link copied!