• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
জামায়াত আমির

বাংলাদেশে সত্যিকারের পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে 


নিজস্ব প্রতিবেদক:  ডিসেম্বর ২৫, ২০২৪, ০৫:২৫ পিএম
বাংলাদেশে সত্যিকারের পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে 

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। 

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। 

শফিকুর রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে। 

তিনি বলেন, ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারে। এজন্য সব পর্যায় থেকে ডাক্তারদের সহায়তা করার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, পড়ালেখার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই এই দুটি ক্ষেত্রের ওপর ডাক্তারদের জোর দেওয়ার তাগিদ দেন তিনি।

আইএ

Wordbridge School
Link copied!