• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

ছাত্রদল সম্পাদককে কবিতায় জবাব দিলেন শিবির সেক্রেটারি


নিউজ ডেস্ক জানুয়ারি ১, ২০২৫, ০৮:৪৪ পিএম
ছাত্রদল সম্পাদককে কবিতায় জবাব দিলেন শিবির সেক্রেটারি

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ মেয়াদে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। সারা দেশের শিবির সদস্যরা অনলাইনে ভোট দিয়ে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত করেছেন।

মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়। এটি ঘোষণা করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ।

এদিকে ইসলামী ছাত্রশিবিরের কাউন্সিল ‘পাতানো এবং নাটকপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। নেতৃত্ব কারা আসবেন সেটি আগে থেকে নির্ধারিত থাকে বলেও অভিযোগ তার।

বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাছির।

নাসির উদ্দিন বলেন, ‘শিবিরের কাউন্সিল ছিল পাতানো। কাউন্সিলে কারা নেতৃত্বে যাবে সেটি পূর্বনির্ধারিত ছিল।’

ছাত্রশিবির প্রকাশ্যে রাজনীতি করতে চায় না দাবি করে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, আপনারা দেখেছেন, তাদের (শিবির) এক ধরনের রাজনীতি, যেটি গোপন তৎপরতার মাধ্যমে সব সময় করা হয়।

এদিকে বুধবার ছাত্রদলের সাধারণ সম্পাদকের মন্তব্যের পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছে ছাত্রশিবিরের নবনির্বাচিত সেক্রেটারি নুরুল ইসলাম।

শিবির সেক্রেটারি তার পোস্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘এক আল্লাহ জিন্দাবাদ’ কবিতার প্রথম ৮ লাইন শেয়ার করেছেন।

যেখানে কবি লিখেছেন, ‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।

উহারা চাহুক দাসের জীবন, আমরা শহিদি দরজা চাই;/ নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই!/ ওরা মরিবেনা, যুদ্ধ বাধিলে ওরা লুকাইবে কচুবনে,/ দন্তনখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে।

ধারণা করা হচ্ছে, ছাত্রদলের সাধারণ সম্পাদকের করা মন্তব্য কবিতার মাধ্যমে জবাব দিয়েছেন শিবির সেক্রেটারি। 

আইএ

Wordbridge School
Link copied!