• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩, ২০২৫, ০৯:২৮ এএম
খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, সেনাপ্রধান বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আসেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের বাসভবনে পৌঁছালে তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর সেনাপ্রধানকে স্বাগত জানান। সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণী উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান বিএনপি চেয়ারপারসনের বাসভবনে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন। তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।

আইএ

Wordbridge School
Link copied!