• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১১, ২০২৫, ০২:৩৩ পিএম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ

ঢাকা : আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আগামী তিন বছরের জন্য তাদের নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলটির প্রথম কেন্দ্রীয় সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দেশ-বিদেশে অবস্থানরত প্রায় ২ হাজার ৮০০ জন কাউন্সিলর এই নির্বাচনে ভোট দেন।

গত শুক্রবার (১০ জানুয়ারি) আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান পদে নির্বাচনের ভোট গ্রহণ চলে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। সারা দেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনের মাধ্যমে ভোট দেন।

এমটিআই

Wordbridge School
Link copied!