• ঢাকা
  • সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০
জি এম কাদের

ভ্যাট-শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত ‘গণবিরোধী’  


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২৫, ০৯:০৯ পিএম
ভ্যাট-শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত ‘গণবিরোধী’  

ঢাকা: শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। 

তিনি বলেছেন, নতুন করে ভ্যাট-শুল্ক আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ উল্লেখ করে সরকারকে সরে আসতেও পরামর্শ দিয়েছেন জাপা চেয়ারম্যান।  

রোববার বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান জি এম কাদের।

সাবেক বিরোধীদলীয় নেতা বলেন, মানুষের আর্থিক অবস্থা ভালো নয়। সাধারণ মানুষ ব্যয় নির্বাহে হিমশিম খাচ্ছে। ঘরে ঘরে বেকার। মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না। ভালো নেই দেশের ব্যবসায়ীরাও। একদিকে মূল্যস্ফীতি, ডলারের উচ্চ মূল্য এবং ব্যাংকের অতিমাত্রায় সুদের বেড়াজালে দেশের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমন বাস্তবতায় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দেশের মানুষের জীবনকে অসহনীয় করে তুলবে।

জি এম কাদের বলেন, ভ্যাট না বাড়িয়ে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে পারে সরকার। 

এআর

Wordbridge School
Link copied!