• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

শেখ হাসিনার যোগসাজশে সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে : রিজভী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০২৫, ০৩:৫৮ পিএম
শেখ হাসিনার যোগসাজশে সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে : রিজভী

ঢাকা : ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগসাজসে বাংলাদেশ সীমান্তের ১৬০ জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (১৩ জানুয়ারি) এক দোয়া মাহফিলে রিজভী এই অভিযোগ করেন। জাতীয়তাবাদী রিকশা ভ্যান-অটোরিকশা চালক শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিল করা হয়।

রিজভী বলেন, শেখ হাসিনা ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যেভাবে ভারতকে সুবিধা দিয়েছে, সেগুলো দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে নয়। তারা জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদেরকে আমরা বলে রাখি যে, ১৬০ জায়গায় শুধু শেখ হাসিনা সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্ব দুর্বল হয়েছে।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, আমাদের সীমান্ত ৪ হাজার ৬০০ কিলোমিটার। তার মধ্যে তিন হাজার কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। ৮৫৬ থেকে ৮৫৭ কিলোমিটার কাঁটাতারের বেড়া বাকি আছে। আন্তর্জাতিক যে নিয়ম, বিধি-বিধান অনুসারে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে, আলাপ-আলোচনা হয়েছে, সেটাও তারা মানছে না। শূন্য রেখা থেকে ১৫০ গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা করতে হয়, সেটাও না মেনে তারা লালমনিরহাটসহ বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের সীমান্ত রক্ষার প্রতিরোধে যে জনগণ দাঁড়াতে পারে, শেখ হাসিনা তা করতে দেয়নি। ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন শেখ হাসিনা।  

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, উনি একটা কথা বলতেন, নিজের দলের লোকদেরও বলেছেন, ‘আমার দলের লোকদের মধ্যে অনেককে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না।’ আরে আপনাকে তো সবার আগে কেনা যায়। ভারত আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনার নিজের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে ভারতকে অসম কাজ করার সুযোগ-সুবিধা দিয়েছেন।  

৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রিকশা-ভ্যান-অটোরিকশা চালকদের ভূমিকা ও আত্মত্যাগ এবং আহত হওয়ার বীরত্বের কথাও স্মরণ করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাদের পাশে থাকার অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন রিজভী।

আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুবুর রহমান সমুন, আবদুস সাত্তার পাটোয়ারিসহ অটোরিকশ ভ্যান শ্রমিকরা বক্তব্য দেন।

এমটিআই

Wordbridge School
Link copied!