• ঢাকা
  • শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সম্মত জামায়াত


নিজস্ব প্রতিবেদক:  জানুয়ারি ১৬, ২০২৫, ০৯:৩৫ পিএম
জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সম্মত জামায়াত

ঢাকা: জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, খেলাফত মজলিস, ইসলামি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ (বাসদ মার্কসবাদী) বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হন।

বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার বলেছেন, আমরা চার সদস্যের প্রতিনিধি এসেছিলাম। সর্বদলীয় বৈঠকে আমরা মতামত দিয়েছি। উপস্থিত সব দল জাতীয় ঐক্য ধারণ করে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সম্মত হয়েছি। 

তিনি বলেন, সাবজেক্ট টু সাবজেক্ট আলোচনার সুযোগ আজ ছিল না। আমরা পরামর্শ দিয়েছি, যাতে কোনো অস্থিরতা এই দলিল তৈরির ক্ষেত্রে না থাকে। ফ্যাসিবাদের বিপক্ষে যে চেতনা তৈরি হয়েছে, সঠিক ইতিহাস যাতে বাদ না পড়ে সে বিষয়ে আলোকপাত করেছি। সময়ের সীমাবদ্ধতার কারণে কিছু অসংলগ্নতা ছিল। আজকের বৈঠকটি ছিল প্রাথমিক একটি বৈঠক। জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করে যাবে।

আইএ

Wordbridge School
Link copied!