Menu
ঢাকা: ‘ছাত্র সংবাদ’ ডিসেম্বর ২০২৪ সংখ্যায় ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শিরোনামে প্রকাশিত একটি লেখার কয়েকটি লাইন নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হওয়ায় লেখাটি অনলাইন ও সব প্রিন্ট কপিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিতভাবে প্রকাশিত এ লেখার জন্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে ফেসবুক পোস্টে এ দুঃখ প্রকাশ করে বক্তব্য স্পষ্ট করে ‘ছাত্র সংবাদ’।
এতে বলা হয়, ঐতিহ্যগতভাবে ‘ছাত্র সংবাদ’ মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করে। পত্রিকাটি মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যাও প্রকাশ করছে দীর্ঘদিন ধরে। এরই ধারাহিকতায় গত ডিসেম্বর ২০২৪ সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করে। তবে ওই সংখ্যায় সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক একটি প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশ হয়।
এ বিষয়ে ‘ছাত্র সংবাদ’র পরিষ্কার বক্তব্য হচ্ছে— মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে, এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে ‘ছাত্র সংবাদ’ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এ প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেইসঙ্গে ২০২৪ এর ডিসেম্বর সংখ্যার সব প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে ‘ছাত্র সংবাদ’ দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে, মহান মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সবসময় শ্রদ্ধাশীল। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা রক্ষায় সব গণআন্দোলনে ছাত্রশিবির সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT