Menu
নড়াইল : বিএনপির নেতাকর্মীদেরকে যে-কোনো মূল্যে দেশের মানুষের আস্থা ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে নড়াইল, যশোর ও ঝিনাইদহ জেলায় বিএনপির কর্মশালায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালায় নড়াইল, যশোর ও ঝিনাইদহ জেলার নেতারা অংশ নেন। নড়াইলের কর্মশালা হয় চিত্রা রিসোর্টে।
তারেক জিয়া বলেন, আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, যে-কোনো মূল্যে বাংলাদেশের মানুষের আস্থা আমাদেরকে ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। বিএনপি সব চাইতে বড় রাজনৈতিক দল। অন্যরা আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি আমাদের। দায়িত্ব আপনার, আপনাদের সকলের। দায়িত্ব দেশকে রক্ষা করা, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা, দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনীতিকে প্রতিষ্ঠা করা ও রক্ষা করা। সেটিই হোক আজকের কর্মশালার শপথ৷
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রথমে নিজের ঘরকে ঐক্যবদ্ধ রাখতে হবে৷ বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে৷ জনগণের আস্থা নষ্ট হয় এমন কিছু করা যাবে না। একইসাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসঙ্গে সংগ্রাম করেছি, অত্যাচার, নির্যাতন সহ্য করেছি, জেল-জরিমানা সহ্য করেছি- সেই সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের ৩১ দফা, বিএনপির ৩১ দফা না, এই ৩১ দফা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের। দলগুলোর মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল। অন্য দলগুলোও বলছে বিএনপি বড় দল। বড়দল হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব বিএনপির। জনগণের আস্থা ধরে রাখা, ৩১ দফা বাস্তবায়ন করা৷
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে একটি নীতিতে বিশ্বাস করি, আপনারা যে-রকম অত্যাচারিত-নির্যাতিত হয়েছেন, আমি ও আমার পরিবারও হয়েছে ওই পলাতক স্বৈরাচার দারা। যে-কোনো নির্যাতিত মানুষ তাঁর নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই৷ তবে আমরা প্রতিশোধ নিতে চাই এই ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে।
কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাঁরা শিশুদেরকে শিক্ষিত, বেকারদের কর্মসংস্থান, খাদ্য উৎপাদন দ্বিগুণ, শিল্পায়ন ও মানুষের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু সেই কাজগুলোকে বাঁধা দেওয়া হয়েছে।
তাই আমি মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে, যেদিন বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের জন্য এই ৩১ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হবো। একমাত্র সেদিনই অগণতান্ত্রিক যে অশুভ শক্তি, যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চাই তাঁদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে৷
নড়াইল প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মাহাদী আমিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আক্তার, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক নেওয়াজ হালিমা আরলী, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবন , নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি স ম ওয়াহিদুজ্জামান মিলু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান প্রমুখ।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT