• ঢাকা
  • রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩০

ড. ইউনূসের আমলে কেন বিচারবহির্ভূত হত্যা, প্রশ্ন রিজভীর


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৭:৫২ পিএম
ড. ইউনূসের আমলে কেন বিচারবহির্ভূত হত্যা, প্রশ্ন রিজভীর

ঢাকা : ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলের মতো ড. ইউনূসের আমলে কেন বিচারবহির্ভূত হত্যার পুনরাবৃত্তি ঘটবে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দেশ-বিদেশের ষড়যন্ত্র, চক্রান্ত চলছেই মন্তব্য করে তিনি বলেন, ‘শঙ্কা আমাদের দিন দিন বাড়ছে। কুমিল্লায় যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে মৃত অবস্থায় ফিরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ড. ইউনূসের আমলে কেন এই ঘটনা ঘটবে?  তাকে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো অত্যন্ত পছন্দ করে। এদেশের মানুষও মনে করে তিনি একজন গুণী মানুষ যিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন। তার সময়ে যদি শেখ হাসিনা সরকারের বিভিন্ন দোষকর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয় তাহলে তো হোঁচট খাবে জনগণ।’

শনিবার (০১ ফেব্রয়ারি) দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিত সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘যদি ওই ছেলেটি অপরাধী হয় তাহলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়া যেত। একটি ভয়ঙ্কর রক্তপিপাসু সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সেই দেশে কেন আবার শেখ হাসিনার শাসনামলের মতো বিচারবহির্ভূত হত্যার পুনরাবৃত্তি হবে? বুঝলাম ছেলেটি খারাপ। সেই অপরাধের বিচার করার দায়িত্ব তো আদালতের। ড. ইউনূসের আমলে যদি হাসিনার আমলের পুনরাবৃত্তি হয় তাহলে মুগ্ধ, আবু সাঈদদের আত্মদান তো ব্যর্থ হয়ে গেল।’

রিজভী বলেন,‘আমরা দেখতে পাচ্ছি একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার চালাচ্ছে। এটা নিন্দনীয়। এই যে বৈদেশিকভাবে চক্রান্ত হচ্ছে এইগুলো মোকাবিলা করেই আমাদের সঠিক পথে চলতে হবে।’

বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রচারিত রিপোর্ট নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আমরা দেখেছি যখনই যাই হোক চূড়ান্তভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেই সেনাবাহিনী নিয়ে পশ্চিমবাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে। কারণ তাদের পছন্দমত যে সরকারটি ছিল সেটি নেই। তারা এক ধরনের মনোবেদনায় ভুগছেন যার কারণে ক্রমাগতভাবে মিথ্যা বয়ান তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির সহ-প্রচার আসাদুল করিম শাহিন।

এমটিআই

Wordbridge School
Link copied!