• ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

আগে বিচার, তারপর অন্য কাজ: জামায়াত আমির


নিজস্ব প্রতিবেদক:  ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৭:৪৭ পিএম
আগে বিচার, তারপর অন্য কাজ: জামায়াত আমির

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগে বিচার, তারপর অন্য কাজ। ধর্ম যার যার, বাংলাদেশ সবার। তিনি বলেন, আমরা এ দেশে মেজরিটি-মাইনরিটির ধারণা একেবারেই মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছেন, তারা সবাই এ দেশের মর্যাদাবান ও গর্বিত নাগরিক। ইসলাম কারও ওপর জোর খাটানোর অধিকার রাখে না। অন্য কোনো ধর্মের ওপর জোর খাটাতে পারে না, যদি সেটি ধর্ম হয়ে থাকে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, সমাজে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে যুদ্ধ লাগিয়ে রাখা হয়েছিল। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই-বোনদের নির্যাতন করা হয়েছে, তাদের সম্পদ গ্রাস করা হয়েছে, জায়গা-জমি দখল করা হয়েছে, ইজ্জতের ওপর হাত দেওয়া হয়েছে, ক্ষেত্রবিশেষে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এর দায় চাপানো হয়েছে জামায়াতে ইসলামীর ওপর।

ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বাধীনতার ৫৪ বছরে কোথায় কোথায় জামায়াতের কর্মীরা এসব অপকর্ম করেছে, তা সুস্পষ্টভাবে নাম-ঠিকানা দিয়ে আমাদের জানান। আপনাদের কথা দিচ্ছি, আমরা ন্যায়বিচার নিশ্চিত করব। আমরা নিশ্চিত- এসব অপকর্মের সঙ্গে আমাদের সহকর্মীরা জড়িত নয়।

আন্দোলনকারী ছাত্র-জনতার উদ্দেশে তিনি বলেন, তোমাদের নেতৃত্বে আমরা ছিলাম। সাড়ে ১৫ বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি, কিন্তু স্বৈরাচারের পতন ঘটাতে পারিনি। কিন্তু তোমাদের নেতৃত্বে জাতি শেষ আঘাতটি ফ্যাসিবাদের ওপর দিয়েছিল এবং সফল হয়েছিল।

আন্দোলনের মাস্টারমাইন্ড প্রসঙ্গে জামায়াত আমির আরও বলেন, অনেকে নিজেরাই কৃতিত্ব দাবি করেন— আমি মাস্টারমাইন্ড, অমুক ভাই মাস্টারমাইন্ড। কিন্তু আমরা বিশ্বাস করি, মহান রব্বুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। এখানে কোনো মাস্টারমাইন্ড নেই।’ 

আইএ

Wordbridge School
Link copied!