• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০
রেজা কিবরিয়া

আ.লীগের অবস্থা হবে মুসলিম লীগের মতো, মানুষ চিনবে না 


নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৩:৩২ পিএম
আ.লীগের অবস্থা হবে মুসলিম লীগের মতো, মানুষ চিনবে না 

ঢাকা: শেখ পরিবারের জন্য আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের একাংশের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া। তিনি আরও বলেন, বিশেষ করে শেখ হাসিনা তার বাপের দলটাকে ধ্বংস করেছেন এ কৃতিত্ব ওনাকে দিতেই হবে। 

সম্প্রতি একটি গণমাধ্যমকে রেজা কিবরিয়া বলেন, একদিন আওয়ামী লীগের অবস্থা হবে মুসলিম লীগের মতো। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি মুসলিম লীগের সভাপতি কে? মুসলিম লীগের সাধারণ সম্পাদক কে? আপনি কি বলতে পারবেন? কিন্তু আমি লিখিত দিতে পারি— আপনার বাপ-দাদা '৪৭-এ '৪৮-এ মুসলিম লীগ ছাড়া কোনো পার্টির কথা তারা চিন্তা করতেন না। এখন কোথায় তারা?

তিনি বলেন, আমি আপনাদের একটা ভবিষ্যদ্বণী করছি— ১০-১৫ বছর পর আপনারা জিজ্ঞেস করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে যেন? মানে চিনবেন না তাকে। ইফতার পার্টিতে বামপন্থি ও কমিউনিস্ট পার্টির দালালরা এবং জাতীয় পার্টির নেতারা তাদের ডাকবে। কিন্তু সাধারণ মানুষ আর চিনবে না—এরা কে, সভাপতি কে ও সাধারণ সম্পাদক কে? আওয়ামী লীগ এভাবে বিলুপ্ত হয়ে যাবে শেখ পরিবারের জন্য। বিশেষ করে শেখ হাসিনা তার বাপের দলটাকে ধ্বংস করেছেন এ কৃতিত্ব ওনাকে দিতেই হবে। কারণ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিএনপি কিছু করতে পারেনি। কিন্তু শেখ হাসিনা পেরেছেন এ কৃতিত্ব ওনাকে দেওয়া উচিত।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। ভারতকে বুঝাতে হবে যে, আমাদের দুই দেশের সম্পর্কের জন্য একটা উন্নত মানের একটা সম্পর্ক যদি থাকতে হয় তাহলে শেখ হাসিনাকে আমাদের দেশে পাঠাতে হবে। তার বিচার আমাদের দেশের জন্য আর দেশের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ তিনি হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছেন, শত শত বিডিআর হত্যা করেছেন এবং আমার বাবার মতো লোককে যে হত্যা করেছে তার বিচার হবে না— এটা আমরা কেউ মেনে নিতে পারি না।

তিনি আরও বলেন, ভারতের জন্য হাসিনাকে রাখাটা আমি মনে করি এটা খুব বেশি বুদ্ধিমানের কাজ না। ভারতের মানুষ বুদ্ধিমান তারা জিনিসটা বুঝে তারা তাদের ঠিক কাজই করবে শেষে।

Wordbridge School
Link copied!