• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০
কর্ণেল অলি

আমার কথা রাখলে হাসিনাকে পালাতে হতো না, দাম্ভিকতাই তাকে ধ্বংস করেছে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৮:১৮ পিএম
আমার কথা রাখলে হাসিনাকে পালাতে হতো না, দাম্ভিকতাই তাকে ধ্বংস করেছে

ফাইল ছবি:

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিভ পার্টি-এলডিপি’র প্রেসিডেন্ট ড. কর্ণেল অব. অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমি শেখ হাসিনাকে ৩ বছর আগেই সতর্ক করেছিলাম। আমার কথা রাখলে শেখ হাসিনাকে এভাবে ভারতে পালিয়ে যেতে হতো না। শেখ হাসিনার দাম্ভিকতাই শেখ হাসিনাকে ধ্বংস করেছে। বিশ্বের প্রতিটি স্বৈরশাসকের এভাবেই পতন হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা এলডিপি ও অঙ্গ সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আর কাউকে ভারতের দালাল হিসেবে কাজ করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে না, কোনো দেশের বিরুদ্ধে না, ইসলাম ধর্ম অনুযায়ী, যারা আমাদের সাহায্য-সহযোগিতা করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে বেশি গুঁতাগুঁতি করলে ভালো হবে না।

দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন, তার পিয়নের কাছে ৪০০ কোটি টাকা রয়েছে। এ সময় রাজনৈতিক দলগুলোর অনেকে আওয়ামী লীগকে পছন্দ করেন মন্তব্য করে তাদের সাবধান হতে বলেন কর্নেল (অব.) অলি।

লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী, দক্ষিণ জেলা এলডিপির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাছির উদ্দীন প্রমুখ।

আইএ

Wordbridge School
Link copied!