Menu
চট্টগ্রাম : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যত কি হবে সেটা অন্তর্বর্তী সরকারকেই সিদ্ধান্ত হবে। এটার জন্য নির্বাচিত সরকারের অপেক্ষা করলে হবে না।
শুক্রবার (২৮ মার্চ) চট্টগ্রামে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) উদ্যোগে শহীদ পরিবার লেখক-বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব বলেন। নগরীর জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলে নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উমামা ফাতেমা বলেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে। আমরা সম্মিলিতভাবে তাদের রুখে দিতে না পারলে ৫ বছর কিংবা ১০ বছর পর আওয়ামী লীগ আবার ফেরত আসবে। আপনাদের সবার রাজনৈতিক ভবিষ্যত একটা প্রশ্নে এসে আটকে যাবে।
তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মধ্যে নতুনভাবে পলিটিক্যাল কালচার গড়ে তোলার যে আকাঙ্খা তৈরি হয় সেটা এনসিপি ধারণ করতে পারবে। একই সাথে আওয়ামী লীগের বিচার থেকে শুরু করে সবকিছু তারা সাহসিকতার সাথে এড্রেস করবে- এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের কাছে প্রত্যাশা থাকবে।
তিনি বলেন, সাতটা মাস চলে গেছে কিন্তু আমরা দেখিনি যে একটা চার্জশিট পর্যন্ত রেডি হয়েছে। চট্টগ্রামে ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে একটা মামলায় চার্জশিট হওয়ার কথা। সেখান থেকে অনেক আসামির নাম বাদ পড়ে গেছে। দেখা যাচ্ছে যে, দাগী আসামিও রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় পার পেয়ে যেতে পারছে। চট্টগ্রামের বহদ্দারহাটে ও মুরাদপুরে যারা ছাত্রদের ওপর হামলা চালিয়েছিল তাদের শেল্টার দিয়ে যাচ্ছে কারা? এটা সবারই জানা। আমরা আশা করব এনসিপির সবকিছুতে স্বচ্ছতা থাকবে এবং জনগণের কাছে জবাবদিহিতার সংস্কৃতি তারা রক্ষা করবে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT