• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে এনসিপি: সারজিস


রংপুর প্রতিনিধি এপ্রিল ৪, ২০২৫, ০৬:০৮ পিএম
৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে এনসিপি: সারজিস

রংপুর : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাজ করছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, রাজনৈতিক দল হিসেবে মাত্র এক মাসের দল এনসিপি। তাই সারাদেশে প্রার্থী মনোনয়নে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। আমাদের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দেওয়া। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।

তিনি বলেন, এক যুগ ধরে রাজনীতি গণমুখী ছিল না। টাকার বিনিময়ে মনোনয়ন কেনা, দিনের ভোট রাতে করা, অনির্বাচিত হয়েও সংসদে যাওয়া, এমন রাজনীতি হয়েছে।

এনসিপির এ নেতা বলেন, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের কাছে ফিরে যেতে চাই। সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই। আজ থেকে সেই সাংগঠনিক সফর শুরু হয়েছে। এই সফরের মধ্যদিয়ে মাঠে-ঘাটে অলিগলিতে মানুষের কাছে যেতে চাই। আমাদের প্রত্যাশা তুলে ধরতে চাই। আমরা জনগণের কাছে জানতে চাই, তারা কি চায়? জনগণের চাওয়া-পাওয়া নিয়ে, তাদের ভোটের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, যারা নতুন বাংলাদেশ প্রত্যাশা করে, তরুণদের নেতৃত্ব যারা পছন্দ করে, যারা সৎ, যোগ্য এমন মানুষকেই আমরা মনোনয়ন দিতে চাই। সেই লক্ষ্য নিয়ে ঈদ পরবর্তী সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। আমরা সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি।

সাংগঠনিক কার্যক্রম হিসেবে সারজিস আলম বলেন, প্রতিটি জেলা উপজেলায় আমাদের দলীয় সাংগঠনিক কার্যক্রম এক মাসের মধ্যেই শুরু হবে। আমাদের সারাদেশে অনেক সমর্থক রয়েছে। আমরা ২৪’র স্পিরিটকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই।

এর আগে সারজিস আলম উত্তরাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কেরামতিয়া মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় এনসিপির অন্যান্য নেতাকর্মীরা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

এমটিআই

Wordbridge School
Link copied!