• ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক আলোচনা ভালো কিছু বয়ে আনবে: পার্থ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০২৫, ০৯:০৩ পিএম
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক আলোচনা ভালো কিছু বয়ে আনবে: পার্থ

ঢাকা : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা দেশের জন্য অনেকটাই পজিটিভ এবং তা ভালো কিছুই বয়ে আনবে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভোলায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

পার্থ বলেন, ‘বড় সংস্কারগুলো আগে প্রয়োজন। এজন্য আমরা এই সরকারকে সাহায্য করছি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে ব্যাপারে আমরা আশাবাদি।’

আগের যে কোনো সময়ের চেয়ে তার দল বিজেপি এখন অনেক শক্তিশালী বলে মন্তব্য করে তিনি বলেন, আগামী জুন মাস থেকে বিজেপি প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনায় যাবে। শুধুমাত্র সংস্কারের ওপর নির্ভর করছে আগামীর নির্বাচন কেমন হবে এবং কাদের প্রার্থী করা হবে।

পার্থ আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রের সে সকল সংস্কারগুলো করা উচিত যে সংস্কারগুলোর সঙ্গে সবাই একমত হয়। জনপ্রতিনিধিদের কাছে জনগণের একটা আকাঙ্ক্ষা রয়েছে। সে বিষয়গুলো মাথায় রেখে নির্বাচনের দিকে যাওয়া উচিত।

বিজেপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয়; তাহলে স্থানীয় সরকারগুলো নিয়ে ভাবতে হবে এবং বরাদ্দগুলো তাদের হাতে দিতে হবে বলেন তিনি।

এমটিআই

Wordbridge School
Link copied!