• ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

আরাফাত রহমানের শাশুড়ি মৃত্যুতে তারেক রহমান ও ফখরুলের শোক


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৫, ১২:৩৩ পিএম
আরাফাত রহমানের শাশুড়ি মৃত্যুতে তারেক রহমান ও ফখরুলের শোক

ঢাকা : সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৬ এপ্রিল) ভোররাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মুকরেমা রেজা। তার বয়স হয়েছিল ৭১ বছর।

রোববার সকালে এক শোক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘এস ইউ এফ মুকরেমা রেজার মৃত্যুতে তাঁর শোকাহত পরিবারের মতো আমিও গভীর সমব্যথী। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও পরোপকারী নারী হিসেবেও তিনি এলাকার সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।

মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমার শোকাহত পরিবারকে এই মৃত্যুশোক সহ্য করার ক্ষমতা দান করেন।’

শোক বার্তায় তারেক রহমান আরও বলেন, ‘আমি এস ইউ এফ মুকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।

রোববার (৬ এপ্রিল) শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘এস ইউ এফ মুকরেমা রেজার মৃত্যুতে তার শোকাহত পরিবারের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মেধা ও শ্রম দিয়ে তিনি তাঁর সন্তানদের সুশিক্ষিত, প্রতিষ্ঠিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ধর্মপরায়ণা ও পরোপকারী মহিলা হিসেবে এস ইউ এফ মুকরেমা রেজা প্রতিবেশীদের কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। মৃত্যুকালে মুকরেমা রেজা দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব এবং শোক বিহ্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

বিএনপি মহাসচিব শোক বার্তায় এস ইউ এফ মুকরেমা রেজার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এস ইউ এফ মুকরেমা রেজা। তার বয়স হয়েছিল ৭১ বছর।

এমটিআই

Wordbridge School
Link copied!