• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপের জন্য প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় বিএনপি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৫, ০৪:২০ পিএম
ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপের জন্য প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় বিএনপি

ঢাকা : চলতি বছরের ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে বিএনপি।

বুধবার (৯ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, রাষ্ট্রে যাতে ভারসাম্য থাকে সে বিষয়ে সংবিধান নিয়ে প্রস্তাব দিয়েছে বিএনপি। পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চাই আমরা। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এটা নিয়ে ভুল ব্যাখা দেওয়া হয়েছে।

এছাড়া এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির প্রস্তাবের পক্ষে বিএনপি নয় বলে দাবি করেন সালাহউদ্দিন আহমেদ।

এমসয় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

এমটিআই

Wordbridge School
Link copied!