• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

‘ভেরি কনফিডেনসিয়াল’ অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৫, ০৪:২২ পিএম
‘ভেরি কনফিডেনসিয়াল’ অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস

ঢাকা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ‘ভেরি কনফিডেনসিয়াল’ একটি অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন ।

বুধবার (৯ এপ্রিল) দুপুর আড়াইর দিকে সাক্ষাতের পর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ বলেন, এটা ভেরি কনফিডেনসিয়াল।

অভিযোগ কাদের বিরুদ্ধে, দুর্নীতি দমন কমিশন নাকি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে— এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে হাসনাত  আব্দুল্লাহ বলেন, এটা ভেরি কনফিডেনশিয়াল। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটি জানাতেই আমরা এখানে এসেছি।

এমটিআই

Wordbridge School
Link copied!