Menu
সিলেট: বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিয়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মেয়র পদে একই দলের বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম।
বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে আরিফুল হকের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নিজের মা ও স্ত্রীকে নিয়ে উপস্থিত হন সেলিম।
এ সময় নির্বাচন থেকে সরে যাওয়ার কথা ঘোষণা দেন বদরুজ্জামান সেলিম। এ ছাড়া আরিফুল হক চৌধুরীকে নির্বাচনে সমর্থনও জানান বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে সেলিম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
তিনি বলেন, বিএনপি আমার রক্তে, আমার শিরায় শিরায়। কাল যখন বিএনপি নেতারা আমাকে বাসায় এসে অনুরোধ করেছেন সেটি আমি ফেলতে পারিনি।' তাঁর এ ঘোষণার পর সেলিমকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে দিয়েছে দলটি।
তিনি বলেন, আমি আমার মায়ের নির্দেশে মেয়র পদে প্রার্থী হয়েছিলাম। এখন মায়ের সম্মতি নিয়েই নির্বাচন থেকে সরে দাড়ালাম।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, সেলিম ও আরিফের নিরাপত্তা চাই। কারণ আজও সেলিমকে পুলিশ তুলে নেয়ার চেষ্টা করেছে। কিন্তু বিএনপির কৌশলের কাছে পুলিশ পরাজিত হয়।
তিনি বলেন, সেলিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর থেকেই অটোমেটিকভাবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের পদ ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, কলিম উদ্দিন মিলন, মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ডা. শাহরিয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক প্রমুখ।
সোনালীনিউজ/এমএইচএম
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT