abc constructions

সাইমন-পরীমনি’র ‘পুড়ে যায় মন’


জানুয়ারি ২০, ২০১৬, ১২:১৪ পিএম
সাইমন-পরীমনি’র ‘পুড়ে যায় মন’

সোনালীনিউজ ডেস্ক

Haque Milk Chocolate Digestive Biscuit

প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে আসছেন অভিনেতা সাইমন এবং পরীমনি। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’ চলচ্চিত্রে একসঙ্গে দেখা যাবে তাদের। এটি মুক্তি পাবে আগামী ২৯ জানুয়ারি।
ইতোমধ্যে ইউটিউবে চলচ্চিত্রটির চারটি গান প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। প্রকাশের পর গানগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
এ প্রসঙ্গে সিনেমার পরিচালক অপূর্ব বলেন, ‘পুড়ে যায় মন’ চলচ্চিত্রটি আগামী ৫ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু দর্শকদের কথা মাথায় রেখে এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। তাই এটি আগামী ২৯ জানুয়ারি এটি মুক্তি পাবে। ফলে বেশি সংখ্যক দর্শক চলচ্চিত্রটি দেখতে পাবেন।’
শরীফ চৌধুরী প্রযোজিত ও সনি মুভিজ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এ সিনেমাটি গত ২৯ নভেম্বর সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এ সিনেমার মাধ্যমেই সাইমন-পরীকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। 
সিনেমার গল্পে দেখা যাবে, একই এলাকায় জন্ম সাইমন ও পরীমনির। ছোটবেলা থেকেই একসঙ্গে হেসে-খেলে বড় হয়েছেন তারা। একসময় দুজনের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। তবে তারা বুঝতে পারে না, এটা কি শুধুই বন্ধুত্ব নাকি প্রেম! দীর্ঘদিন কাছাকাছি থেকেও সময়ের টানে আলাদা হয়ে যায় পরী-সাইমন। তবে তারা কেউই এই আলাদা হওয়াটা মেনে নিতে পারে না। সাইমন পরীমনিকে ছাড়া পাগল প্রায়।
এ সিনেমায় সাইমন-পরী ছাড়াও অভিনয় করেছেন মিজু আহমেদ, আলীরাজ, শরীফ চৌধুরী প্রমুখ। 
সংগীত পরিচালনা করছেন জাবেদ আলম কিসলু, হুমায়ন, রুমি সেন। প্রকাশিত এ সব গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পড়শী, ইমরান, হুমায়ন, খেয়া, পারভেজ, কর্নিয়া, রুমা, পুলক।
সোনালীনিউজ/আমা

Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School