• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

সুদান থেকে দেশে ফিরলেন আরও ৫১ বাংলাদেশি


নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৩, ০২:৪৯ পিএম
সুদান থেকে দেশে ফিরলেন আরও ৫১ বাংলাদেশি

ঢাকা: সংঘাতময় সুদান থেকে আরও ৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

সংঘাতের মধ্যে দ্বিতীয় দফায় তারা দেশে ফিরলেন। এর আগে ১৩৬ জন জেদ্দা হয়ে দেশে ফিরেন। 

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের (আইওম) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, স্থানীয় সময় বুধবার রাত ১টায় জেদ্দা থেকে ওই প্রবাসীরা রওনা দেন। সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে আরও ৫৪ জন সুদান থেকে দেশে আসার কথা রয়েছে।

সংঘাত কবলিত সুদানের পোর্ট সুদানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আরও ১৭৬ জন বুধবার বিশেষ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা পৌঁছান। স্থানীয় সময় বিকাল ২টা ৪০ মিনিটে রওনা হয়ে সাড়ে ৩টার দিকে তারা জেদ্দায় পৌঁছান। 

এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সুদানে থাকা আরও ৫৫৫ বাংলাদেশিকে সেদেশের বিমান সংস্থা বাদার এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে বুধ এবং আরেকটি ফ্লাইটে বৃহস্পতিবার জেদ্দায় আনার কথা জানিয়েছিলেন। 

গত ১৫ এপ্রিল থেকে সুদানে সশস্ত্র বাহিনী এসএএফ ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই চলছে। এই সংঘাতে কয়েকশ মানুষ নিহত হয়েছেন। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!