• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ভাষা সৈনিক আজিজুল জলিল আর নেই


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২২, ২০২৪, ০২:৩৬ পিএম
ভাষা সৈনিক আজিজুল জলিল আর নেই

ঢাকা: বায়ান্নর ভাষা সৈনিক এবং একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রে জনমত গড়ে তোলা এম আজিজুল জলিল মারা গেছেন।

ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার এই ভাষা সৈনিকের মৃত্যু হয়েছে; তার বয়স হয়েছিল ৯১ বছর।

মেরিল্যান্ড পটোম্যাকের ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদে বৃহস্পতিবার জানাজার পর তাকে দাফন করা হয়েছে জর্জ ওয়াশিংটন গোরস্থানে।

ভারতে জলপাইগুড়িতে ১৯৩৩ সালে জন্ম নেন জলিল। দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে উচ্চশিক্ষা নেন, যুক্তরাজ্যের অক্সফোর্ড এবং ইমপেরিয়াল কলেজ লন্ডনে। পরিবারে তিনি স্ত্রী, তিন ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের রেখে গেছেন, যারা সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী।

এআর

Wordbridge School
Link copied!