• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

মেয়েকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি দম্পতির মৃত্যু


প্রবাসে বাংলা ডেস্ক ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:৪৯ এএম
মেয়েকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি দম্পতির মৃত্যু

ঢাকা : সমুদ্রসৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে ভাটার টানে ডুবে প্রাণ হারিয়েছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। তবে তাদের দুই মেয়ে সুস্থ রয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় আনুমানিক বেলা দুইটায় অস্ট্রেলিয়ার পার্থের ওয়ালপোল নামক সি-বিচে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন–খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন এবং একই ডিসিপ্লিনের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সাবরিনা আহমেদ পাপড়ি। তারা দুজনে স্বামী-স্ত্রী। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

স্বপনের সহপাঠী অস্ট্রেলিয়ান প্রবাসী খুবির সাবেক শিক্ষার্থী শাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গণমাধ্যম সুত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার পার্থে ক্রিসমাসের ছুটিতে দুই কন্যা সুবাহ ও সিয়ানা, পরিবার ও বন্ধুদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন ওই বাংলাদেশি দম্পতি। গতকাল দুপুরে ওয়ালপোল সৈকতে ঘুরতে গিয়েছিলেন তারা। সমুদ্রের জোয়ার-ভাটার বিষয়ে অবগত না থাকায় পানিতে নেমে তারা আনন্দ করছিলেন।

হঠাৎ সমুদ্রের উত্তাল ঢেউয়ে স্বপন ও পাপড়ীর দুই মেয়ে ডুবে যাচ্ছিলেন। তাৎক্ষণিক তাদের বাঁচাতে সমুদ্রে নেমে পড়েন তারাও। কন্যাদের জীবিত উদ্ধার করতে পারলেও নিজেদের রক্ষা করতে পারেননি, তারা দুইজন পানিতে ডুবে যান।

স্থানীয় পুলিশ সমুদ্র থেকে এই হতভাগ্য দম্পতির মরদেহ উদ্ধার করেছে।

নিহত দম্পতির মরদেহ এখনো হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আজ রোববার তাদের মরদেহ হস্তান্তরের কথা আছে।

এমটিআই

Wordbridge School
Link copied!