ঢাকা : মা-বাবাকে খুঁজছে শিশু শিল্পী। হারিয়ে যাওয়া শিল্পী বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। তার বয়স ১২ বছর, গায়ের রং ফরসা ও উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল জামা এবং লাল প্রিন্টের ওড়না সালোয়ার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, রোববার শিল্পীকে রমনা থানাধীন মৌচাক এলাকায় কান্নাকাটি করতে দেখে পুলিশ হেফাজতে নেয়। থানা পুলিশ জিজ্ঞাসা করলে সে জানায়, তার বাবার নাম খুরশিদ, মায়ের নাম কুলসুম ও গ্রামের বাড়ি নোয়াখালী।
আরও জানা যায়, নোয়াখালী থেকে বাস যোগে তার বোনের বাসার উদ্দেশ্যে ঢাকায় আসে। কিন্তু বাসার ঠিকানা বা মোবাইল নম্বর কিছুই বলতে পারে না। পরবর্তীতে ভিকটিমকে নিরাপদ হেফাজত এবং কাউন্সেলিংয়ের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে যায়।
শিল্পীর কোন স্বজনের সন্ধান পেলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের সঙ্গে (মোবাইল ০১৭৪৫-৭৭৪৪৮৭ ও টিএনটি নম্বর ০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :