ঢাকা: রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় ১৪৯ জনকে আসামি করে শাহবাগ ও পল্টন থানায় ৪ টি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত ১৩ জন গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার, ভাটারা, শাহজাহানপুরসহ ৯টি স্থানে ৯টি বাসে আগুন দেওয়া হয়।
এদিকে, সিসিটিভির ফুটেজে দেখা যায়, নয়া পল্টনে কর কার্যালয়ের সামনে একটি সরকারি বাসে আগুন দিয়ে দৌড়ে পালাচ্ছেন দুই ব্যক্তি। পরে কর কার্যালয়ের কর্মচারীরা এসে আগুন নেভান।
এর কিছুক্ষণ আগেই ঢাকার উত্তরা-বাড্ডা এলাকায় উপনির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে ভাসানী ভবন হয়ে আবার সেখানে ফেরেন দলটির নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :