• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রাজধানীর টিঅ্যান্ডটি কলোনিতে ভয়াবহ আগুন


নিজস্ব প্রতিনিধি নভেম্বর ২২, ২০২০, ০৩:৪৭ পিএম
রাজধানীর টিঅ্যান্ডটি কলোনিতে ভয়াবহ আগুন

ফাইল ছবি

ঢাকা : রাজধানীর বনানী আনসার ক্যাম্পের সামনে টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। 

রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনানীর আনসার ক্যাম্প সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে আগুন লাগার কারণ ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। এখন পর্যন্ত কোনো আহত বা নিহতের খবরও পাওয়া যায় নি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!