• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ঢামেক এলাকা থেকে তরুণীর লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩১, ২০২১, ০২:১৫ পিএম
ঢামেক এলাকা থেকে তরুণীর লাশ উদ্ধার

ফাইল ফটো

ঢাকা: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের পাশ থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় ও তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

রোববার (৩১ জানুয়ারী) ভোরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। শাহবাগ থানার এসআই মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এসআই জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে। তবে তরুণীর পরিচয়ের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। 

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহীদ মিনার এলাকা থেকে পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। বর্তমানে এই বিষয়টি পুলিশ দেখাশোনা করছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!