• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রাজধানীতে হেফাজত নেতাকে ছুরিকাঘাত


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২১, ০৯:৩৯ পিএম
রাজধানীতে হেফাজত নেতাকে ছুরিকাঘাত

ঢাকা: রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সহকারী মহাসচিব ও লালবাগ কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসার অধ‌্যক্ষ মাওলানা জসিম উদ্দিন। তিনি ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢ‌ামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মাদ্রাসা থেকে রিকশায় করে লালমাটিয়ায় বাসায় যাওয়ার পথে হামলার শিকার হন। অজ্ঞাত দুই-তিনজন ব‌্যক্তি পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে।

মাওলানা জসিম উদ্দিনকে বিকেল সাড়ে ৫টার দিকে প্রথমে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পরেই তাকে ল‌্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে পুনরায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!