ঢাকা: রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদীবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় বিক্ষোভে অংশ নেওয়া শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানিসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১২টার পর ধাওয়া-পাল্টা শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন।
ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান রাস্তাটি বন্ধ রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বিকল্প রাস্তা হিসেবে শাপলাচত্বর থেকে ফকিরাপুল হয়ে গাড়ি চলাচল করছে।
আরও পড়ুন<<>>প্রিজনভ্যান থেকে ‘লাইভে’ শিশুবক্তা রফিকুল
এর আগে গত মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাস চত্বরে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ ও কুশপুতুল পোড়ানোর কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক এবং ছাত্রজোটের নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া যায়। ওই হামলার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযুক্ত করেন ছাত্রজোটের নেতারা।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :