• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

দক্ষিণ সিটির ১৩ স্থানে বসবে কোরবানির পশুর হাট


নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২১, ০৩:২২ পিএম
দক্ষিণ সিটির ১৩ স্থানে বসবে কোরবানির পশুর হাট

ফাইল ফটো

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১৩টি স্থানে কোরবানির পশুর বেচাকেনার অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। 

সোমবার (২৪ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ সিদ্ধান্ত জানায়।

ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা আবু নাসের গণমাধ্যমে জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় হাটের সংখ্যা ১৩টি করা হয়েছে, তবে সেটা কমতেও পারে।

অস্থায়ী হাটগুলো হলো- উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব–সংলগ্ন গোপীবাগ বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়াম–সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব–সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল–সংলগ্ন উন্মুক্ত জায়গা, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ সেকশন ১ ও ২-এর খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব–সংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাক স্ট্যান্ড–সংলগ্ন খালি জায়গা এবং গোলাপবাগে দক্ষিণ সিটি করপোরেশন মার্কেটের পেছনের খালি জায়গা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!