• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সোমবার ৯ ঘন্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়


নিজস্ব প্রতিবেদক মে ৩০, ২০২১, ০১:৩৮ পিএম
সোমবার ৯ ঘন্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

ফাইল ফটো

ঢাকা: রাজনীর শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকায় আগামীকাল সোমবার (৩১ মে) ৯ ঘন্টা সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এইকইসঙ্গে এসব স্থানের পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

শনিবার (২৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, পূর্ব বাইতুর আমান হাউজিং এর গ্যাস সমস্যা দূরীকরণের লক্ষ্যে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য সোমবার (৩১ মে) সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত রাজনীর শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকার গ্যাস সরবারহ বন্ধ থাকবে। এইকইসঙ্গে এসব স্থানের পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোনালীনউজ/এমএইচ

Wordbridge School
Link copied!