• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না আজ


নিজস্ব প্রতিনিধি জুন ৬, ২০২১, ০৯:৫৫ এএম
রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

ফাইল ছবি

ঢাকা: গ্যাস পাইপলাইন স্থানান্তর করায় রোববার (৬ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় চার ঘণ্টা গ্যাস থাকবে না। 

শনিবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এলাকাগুলো হলো- কমলাপুর রেলস্টেশন হতে টিটিপাড়া, সায়দাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিক নগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী, ধলপুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার পদ্মা রেল সংযোগ লাইনের টিটি পাড়া হতে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে। এজন্য রোববার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার ঘণ্টা ওই এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সরবরাহ বন্ধ থাকায় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!