• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বাসাবোতে নর্দমায় পড়ে যুবক নিখোঁজ


নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২১, ০১:৪১ পিএম
বাসাবোতে নর্দমায় পড়ে যুবক নিখোঁজ

ফাইল ফটো

ঢাকা: রাজধানীর বাসাবো ঝিলপাড় কালভার্টের নিচে নর্দমায় পড়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। নিখোঁজ যুবকের নাম, পরিচয় জানা যায়নি। তিনি নগরীর ভাসমান বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। যুবককে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

স্থানীয় বাসিন্দারা জানায়, ওই যুবক প্লাস্টিকের বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। সকালে তিনি বাসাবো ঝিলপাড় কালভার্টের নিচের ড্রেনের বোতল কুড়াতে গিয়ে পড়ে যান।

এ বিষয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. রমিজ গণমাধ্যমে বলেন, ১০টা ১৩ মিনিটে আমরা খবর পাই একজন ব্যক্তি কালভার্ট থেকে খালে (নর্দমা) পড়ে গেছেন। আমাদের দুইটি ইউনিট কাজ করছে।

এছাড়া হেডকোয়ার্টার থেকে ডুবুরিদলও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বলে জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!