• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

কঠোর লকডাউনেও থেমে নেই চায়ের আড্ডা


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩, ২০২১, ০৪:৪০ পিএম
কঠোর লকডাউনেও থেমে নেই চায়ের আড্ডা

ঢাকা : মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে কঠোর লকডাউন। তবে এই লকডাউনেও রাজধানীর তুরাগ থানার পাড়া-মহল্লার গলির বেশিরভাগ চায়ের দোকান খোলা থাকছে সব সময়। দিন রাত চায়ের দোকানের সামনে চলছে আড্ডা।মাঝে মাঝে আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ির টহলের রাউন্ড দেখলেই দোকান বন্ধ করে অলিগলিতে পালিয়ে যান।

শনিবার (৩ জুলাই) লকডাউনের তৃতীয় দিনে সকাল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত তুরাগ থানাধীন ৫২, ৫৩, ৫৪, নং ওয়ার্ডের ফুলবাড়িয়া বালুর মাঠ, সিরাজ মার্কেট, টেকপাড়া, রানাভোলা, উলু দা, নলভোগ, কামারপাড়া ভাবনার টেক, বাদালদি, দৌড় সহ প্রায় সব জায়গাতেই এমন চিত্র দেখা যায়।

তুরাগ এলাকার স্থানীয় বাসিন্দা হযরত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এলাকার বসবাসরত বেশিরভাগ মানুষ ভাড়াটিয়া এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। অনেকেই কর্মের কারণে বের হয়। পেটের দায়ে তারা লকডাউন মানতে নারাজ।

তুরাগের টেকপাড়া এলাকায় দোকানের সামনের দলবেঁধে বসে আড্ডা দিতে দেখা যায় কয়েকজনকে। আড্ডা দেওয়া অবস্থায় তাদের কাছে জানতে চাইলে মো.শাকিল বলেন, এখানে অল্প কয়েকজন পোলাপাইন আড্ডা দিতেছি। অন্য এলাকায় সন্ধ্যা  পরে অনেক ছেলেপেলে আড্ডা দেয়। কিছু কিছু গলিতে অনেক কিশোর গ্যাং আড্ডা দেওয়া শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বাসিন্দা বলেন, এখান থেকেই তারা নেশা করা ও জুয়া খেলার প্ল্যান করে। দিন রাত সমান তালে চলে আড্ডা। লকডাউনেও বন্ধ হয়নি তাদের আড্ডা।

তুরাগ এলাকা চায়ের দোকানদার বলেন, পুলিশের গাড়ি এলে আমরা আমাদের মত সরে পড়ি। পুলিশ চলে গেলে আবার এসে শুরু করি। লকডাউনে তো আমাদের দোকান ও বাসা ভাড়া মাফ হয় না।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলাদেশের খবর কে বলেন, এলাকাটা অনেক বড়। রাস্তাঘাট তেমন একটা ভালো না। আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের টিম সবসময় টহল দিয়ে টহল দিয়ে যাচ্ছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!