• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাজধানীতে যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ


নিজস্ব প্রতিনিধি জুলাই ১৩, ২০২১, ১০:২৯ এএম
রাজধানীতে যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

ফাইল ছবি

ঢাকা : রাজধানীর গ্যাসের পাইপ লাইনে কাজের জন্য বেশ কয়েকটি এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৩ জুলাই) আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

সোমবার (১২ জুলাই) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের পূর্ব পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময় আশপাশের এলাকায় চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!