• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

নবজাতকের মরদেহ মিললো শহীদ মিনারের পাশে


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১১, ২০২১, ০২:২৫ পিএম
নবজাতকের মরদেহ মিললো শহীদ মিনারের পাশে

ছবি (প্রতীকী)

ঢাকা : রাজধানীর শহীদ মিনার এলাকার ময়লার স্তুপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম জানান, আমরা খবর পেয়ে শহীদ মিনার এলাকায় একটি ময়লার স্তুপ থেকে একটি ছেলে নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!