• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, বাসে আগুন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩০, ২০২১, ১০:১৬ এএম
রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, বাসে আগুন

ঢাকা : রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় এক শিক্ষার্থী মারা গেছে। শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। পাশাপাশি তারা কয়েকটি বাসে আগুন দিয়েছে।   

সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

রামপুরা থানার উপ-পরিদর্শক মো.মারুফ বলেন, রাত পৌনে এগারোটার দিকে ঘটনাটি ঘটে রামপুরা কাঁচাবাজারের সামনে। অনাবিল বাসের চাপায় একজন নিহত হন। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

অনেকে বলছে, যে নিহত হয়েছে, সে শিক্ষার্থী ছিল। তবে আমরা নিশ্চিত নই। উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!