• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এবার ওয়ারীতে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৩, ২০২১, ১২:৩৪ পিএম
এবার ওয়ারীতে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

ঢাকা : রাজধানীর ওয়ারীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে  এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে রাজধানী সুপার মার্কেটের পাশে এ দুর্ঘটনায় ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্বপন কুমার রিকশায় যাচ্ছিলেন। এসময় ময়লার গাড়ি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার বলেন, আমরা জানতে পেরেছি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে চালক দ্রুত পালিয়ে গেছেন। সিটিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ গাড়িটি শনাক্তের চেষ্টা করছে।

ওয়ারী থানার ডিউটি অফিসার উজ্জ্বল হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহত ব্যক্তির স্বজনদের জানানো হয়েছে।

গত নভেম্বর মাসে গুলিস্তানে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজশিক্ষার্থী নিহত হন। এরপর পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সাবেক গণমাধ্যমকর্মীর মৃত্যু হয়।

গত ২ ডিসেম্বর মোহাম্মদপুরে বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসকে ধাক্কা দেয় নগরীর বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাক। সেসময় বাস থেকে নামতে গিয়ে ৬৫ বছর বয়সী এক নারী আহত হন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!