• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাজধানীতে বাসচাপায় দুই পথচারী নিহত


নিজস্ব প্রতিনিধি জানুয়ারি ৮, ২০২২, ১০:৩৭ এএম
রাজধানীতে বাসচাপায় দুই পথচারী নিহত

ছবি : সংগৃহীত

ঢাকা : রাজধানীর গুলিস্তানে বাসচাপায় প্রাণ গেল দুই পথচারীর। তবে  তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। তবে কোন গাড়ি তা এখনো জানা যায়নি। আমাদের অফিসার ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, দ্রুতগামী বাসটি পথচারীদের দেখেও গতি কমায়নি, চাপা দেয়। এতে দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত ও দুজন আহত হন।

এ ঘটনায় মেঘলা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!