ঢাকা : রাজধানীর বিমানবন্দর মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন-কাজল আক্তার (৩৫) এবং মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম সুমন (৪০)। নিহত সুমন রাইড শেয়ারিং অ্যাপের চালক ও কাজল যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ফরমান আলী বলেন, দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। নিহত রফিকুল ইসলাম পাঠাও চালক। কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা চলছে।
পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে আলাপে জানা গেছে, সুমনের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ঝালকাঠি উপজেলায়। তিনি স্ত্রীকে নিয়ে পুরান ঢাকার তাঁতীবাজার থাকতেন। ছোটখাটো একটি ব্যবসার পাশাপাশি তিনি মোটরসাইকেলশেয়ার রাইডিং করতেন।
কাজলের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটির উপজেলায়। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে খিলগাঁও গোড়ানে মায়ের সঙ্গে থাকতেন। কাজল প্রায় ১০ বছর ধরে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :