• ঢাকা
  • বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫,

২ মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২২, ০৪:৪৩ পিএম
২ মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

মাকে হারিয়ে দিশেহারা বড় সন্তানকে স্বান্তনা দিচ্ছেন বাবা ছবি : সংগৃহীত

ঢাকা : রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ডেন্টাল হাসপাতালের সামনে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা সাবিনা ইয়াসমিন (৩১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই মেয়ে ওহি (১০) ও রাহি (৮) আহত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাবিনা ইয়াসমিন ও তার মেয়েদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে সাবিনা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন। আর দুই মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

নিহত সাবিনা ইয়াসমিনের ভাই মামুন বলেন, আমার দুই ভাগ্নি বিএন স্কুলের শিক্ষার্থী। আমার বোন সাবিনা দুই মেয়েকে স্কুল থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য মিরপুর ১৪ নম্বর ডেন্টাল হাসপাতালের সামনে থেকে ব্যাটারিচালিত একটি রিকশায় ওঠে। হঠাৎ ট্রাস্ট ট্রান্সপোর্টের যাত্রীবাহী একটি বাস ওই ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমার বোন অটোরিকশা থেকে ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত সাবিনা বিআরবি কলোনির বি-৩৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় থাকতেন। গ্রামের বাড়ি বগুড়া জেলার সদর থানা এলাকায়। সাবিনার স্বামী মো. শফিকুল ইসলাম নৌবাহিনীতে চাকরি করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সাবিনার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাষানটেক থানাকে জানিয়েছি।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!