• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

আবারও নিউ মার্কেটে মুখোমুখি ব্যবসায়ী-শিক্ষার্থী, যান চলাচল বন্ধ


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ২০, ২০২২, ০৫:৪৬ পিএম
আবারও নিউ মার্কেটে মুখোমুখি ব্যবসায়ী-শিক্ষার্থী, যান চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

ঢাকা : রাজধানীর নিউমার্কেটের সামনে দোকান কর্মচারীরা এবং ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। ফলে ওই এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এসময় সেখানে ১০-১২টি পটকা ফাটানোর শব্দ শোনা যায়। দুই পক্ষ আবারও মুখোমুখি অবস্থান নেওয়ায় ওই এলাকার সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল থেকে শান্ত ছিল পরিস্থিতি। ব্যবসায়ী নেতারা সংবাদ সম্মেলন করে দুপুরের পর থেকে নিউ মার্কেট এলাকার সব মার্কেটের দোকান খোলার ঘোষণা দেন। দোকান খুলতেও শুরু করে। এমন সময় ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকা কলেজ থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। আবারও দেখা দেয় উত্তজনা।

জানা গেছে, বুধবার (২০ এপ্রিল) বিকেলে নিউমার্কেট খুলে দেওয়া হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের ফটকের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা নিউমার্কেট খোলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।

ফের নিউমার্কেটে মুখোমুখি ব্যবসায়ী-শিক্ষার্থী

একই সময়ে নিউমার্কেটের সামনেসহ আশপাশের এলাকায় ব্যবসায়ী ও দোকান কর্মচারীরাও অবস্থান নেন।

ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি- গত দুদিন ধরে চলা সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নিউমার্কেটের কোনো দোকান খোলা যাবে না।

সরেজমিনে দেখা গেছে, সড়কে শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা সড়কে নেমে এলেও পুলিশ তাদের সরিয়ে দেয়।

শিক্ষার্থীরা বলছেন, তাদের সঙ্গে আলোচনা ছাড়াই ব্যবসায়ীরা একতরফাভাবে সংবাদ সম্মেলন করে  সংঘর্ষের পেছনে তাদের দায়ী করেছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের দায়ী করে ব্যবসায়ীদের দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত নিউ মার্কেটের সব দোকান বন্ধ রাখতে হবে। 

এর আগে দুপুরে নিউ মার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমিতির ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, সোমবার রাত আনুমানিক ১১টার সময় দুটি ফাস্টফুডের দোকানের দুই কর্মচারীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর একদল মার্কেটের চার নম্বর গেট দিয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!