• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৮, ২০২২, ০৯:৫৬ এএম
মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন

ঢাকা : রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটে মাতুয়াইল কলেজ রোডের টিনশেড এই কারখানাটিতে আগুন লাগে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আগুনের খবর পেয়ে ৭টা ৪৪ মিনিটে মাতুয়াইল কলেজ রোডের ওই কারখানায় যায় বাহিনীর প্রথম ইউনিট। পরবর্তী সময়ে একে একে যোগ দেয় বাকি ইউনিটগুলো।

তিনি বলেন, আগুন নেভাতে আমাদের কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!