• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

স্মার্টফোন পেয়ে ফিরিয়ে দিলেন রিকশাচালক নূর আলম


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০২২, ০৪:১৪ পিএম
স্মার্টফোন পেয়ে ফিরিয়ে দিলেন রিকশাচালক নূর আলম

রিকশাচালক নূর আলম

ঢাকা: জীবিকা নির্বাহের তাগিদে ভোলার চরফ্যাশন থেকে রাজধানীতে এসেছেন নূর আলম (৪৯)। তিনি পেশায় একজন রিকশাচালক। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসারে নুন আনতে পান্তা ফুরোয় তার। দারিদ্রতা তার সার্বক্ষণিক সঙ্গী। তারপরও তিনি সুখী মানুষ। কারণ, তার আছে সততা ও নৈতিকতা। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডির সেন্ট্রাল রোডে কুড়িয়ে পাওয়া স্মার্টফোন ফেরত দিয়ে সততার প্রমাণ দিয়েছেন তিনি। এজন্য ওই মোবাইলের মালিক তাকে খুশী হয়ে ৫শ’ টাকা পুরস্কারও দিয়েছেন।

নূর আলম বলেন, ‘সেন্ট্রাল রোড দিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটি স্মার্টফোন পড়ে থাকতে দেখি। ওই সময় ফোনের উপর দিয়ে একটি রিকশাও চালিয়ে যায়, পরে আমি ফোনটা তুলে হাতে নেই এবং একই স্থানে অপেক্ষা করতে থাকি। আমি জানতাম মোবাইলের মালিক এখানে খুঁজতে আসবেন নয়তো কল দিবেন।’ 

‘কিছুক্ষণ যেতে না যেতেই ঠিকই মোবাইলে একটি কল আসে। যার মোবাইল তিনিই ফোন করেন। আমি রিসিভ করে তাকে ঠিকানা বলি এবং সে আসলে তাকে মোবাইলটি বুঝিয়ে দেই। এ সময় তিনি আমাকে ৫শ’ টাকা সম্মানি দেন।’ 

পুরস্কার প্রাপ্তির বিষয়ে রিকশাচালক নূর আলম বলেন, ‘আমি যখন মোবাইল ফোনটি পাই তখনই চিন্তা করি মোবাইলটি যেকোনো উপায়ে প্রকৃত মালিককে ফেরত দিব। এ শহরে ২৩ বছর ধরে রিকশা চালাই কোনোদিন অসৎভাবে কোনো কিছু করি নাই। মোবাইলটি ফেরৎ পেয়ে তিনি খুশী হয়ে আমাকে যে সম্মান করেছেন এটাই আমার কাছে অনেক বড় কিছু। তাকে ফোনটি ফেরত দিতে পেরে আমিও মানসিকভাবে শান্তি পাচ্ছি।’

রিকশাচালক নূর আলমের গ্রামের বাড়ি দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে। পরিবারের লোকজন সেখানে থাকলেও তিনি রাজধানীর মগবাজার এলাকায় থাকেন। 

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!