• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সহপাঠীর মৃত্যু : মঙ্গলবার ফের সড়কে নামবে শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ১২, ২০২২, ০৪:০৭ পিএম
সহপাঠীর মৃত্যু : মঙ্গলবার ফের সড়কে নামবে শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

ঢাকা : মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় সহপাঠীদের আন্দোলন আজকের মতো স্থগিত করা হয়েছে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্ররা। তবে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে আবারও আন্দোলন শুরু করবেন তারা।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে টানা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শির্ক্ষীরা।

এর আগে, সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আলী হোসেন নিহতের ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ‘নিরাপদ সড়কের দাবি মানতে হবে, মেনে নাও’সহ নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে।

শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ফের সড়কে অবস্থান নেওয়া হবে।

প্রসঙ্গত, রোববার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে সড়ক দুর্ঘটনায় সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুলের ছাত্র নিহত হন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!