• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

বনশ্রীতে ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু 


নিজস্ব প্রতিবেদক জুন ১০, ২০২৩, ০৯:১১ পিএম
বনশ্রীতে ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু 

ঢাকা: রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় ভবন থেকে পরে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম নিরঞ্জন চৌধুরী (৬৮)। তার গ্রামের বাড়ি গাজীপুর। পেশায় ব্যবসায়ী ছিলেন। 

শনিবার (১০ জুন) দুপুরে বনশ্রী এ ব্লকের ২ নম্বর রোডের একটি সাত তলা ভবনের ছাদ থেকে পরে যান। বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। 

তিনি বলেন, বনশ্রী এ ব্লকের ২ নম্বর রোডের সাত তলা ভবনের ছাদের পেছন দিক দিয়ে এক লোক পরে মারা গেছেন। ঘটনাস্থল আমি নিজে পরিদর্শন করেছি। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে নিহতের ছোট ভাই সুব্রত চৌধুরী সোনালীনিউজকে বলেন, আমার ভাই আড়াই বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। তারা গলায় ক্যান্সার ধরা পরে। ভারতের টাটা মেডিকেলে নিয়ে চিকিৎসা করানো হয়। চিকিৎসা নিয়ে তিনি সুস্থ ছিলেন। কয়েকদিন আগে আবারও অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসার জন্য ঢাকা আনা হয়। নতুন করে আবারও অসুস্থ হওয়ায় বনশ্রীতে মেয়ের ভাড়া বাসায় অবস্থান করছিলেন। ঢাকার বড় বড় হাসপাতালে চিকিৎসা করানো হলেও আশানুরূপ ফল মিলছিলো না। তাই তাকে হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়া হচ্ছিলো। 

সুব্রত আরও জানান, আমার ভাতিজি ভবনের সাত তলার চিলেকোঠায় থাকত। হঠাৎ করে দুপুরে দিকে ভাতিজি তার বাবাকে না দেখতে পেয়ে খোজাখুজি শুরু করে।  এরই মধ্যে নিচ থেকে লোকজন জানায় আমার ভাই ভবনের পেছনের দিকে পরে আছেন। খবর পেয়ে আমরাও এসেছি। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে।

আত্মহত্যা নাকি হত্যা এমন প্রশ্নের জবাবে ওসি সোনালীনিউজকে বলেন, এ বিষয় এখনই বলা যাবে না। নিহত ব্যক্তি অসুস্থ ছিলেন। বাসার ছাদের দেয়াল ও রেলিং বুক সমান ছিলো। তাই স্লিপ খেয়ে পরে যাওয়ার সুযোগ নেই। সব বিষয় মাথায় রেখে আমরা কাজ করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া জন্য নিহতের পরিবারকে থানায় আসতে বলা হয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!