Menu
ঢাকা: ১৭ বছর পালিয়ে থাকার পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৩। তার নাম মো. রুবেল মুন্সী।
সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে এলিট ফোর্সটি।
মঙ্গলবার (১৩ জুন) সকালে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার রুবেলের বিরুদ্ধে ঢাকা মহানগরীর রমনা থানায় ২০০৭ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১৫ সালের মে মাসে রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
মামলাটি হওয়ার পর থেকেই আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল। গতকাল রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সোনালীনিউজ/এম
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT