• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মেরুল বাড্ডায় মা-মেয়ের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক  জুন ১৪, ২০২৩, ০৯:২০ এএম
মেরুল বাড্ডায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীতে মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) ভোরে মেরুল পূর্ব বাড্ডা এলাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে থাকা একটি আট তলা আবাসিক ভবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ৩৩ বছর বয়সী বৃষ্টি আক্তার এবং তার ১০ বছর বয়সী মেয়ে সানজা মারওয়া।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন।

তিনি বলেন, ভোরে অচেতন অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এখনো সুরতহাল হয়নি।

তাদের শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা। এ ঘটনায় বৃষ্টির স্বামী সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাড্ডা থানা পুলিশ।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!